নিঃশব্দ কোলাজ

 

 

নিঃশব্দ কোলাজ

 

প্রতিটি শব্দবিন্দুর শীর্ষ থেকে পাতালে

প্রতিশ্রুতিভঙ্গের নিঃশব্দ কোলাজ

উপেক্ষার রঙে তামাশার হাসি

জানি হামাগুড়ি দেয় মুখোশের আড়ালে

 

তবুও মুখের দিকে তাকিয়ে থাকি

এও যেন পরম এক বিস্ময়

ঈশ্বর বিশ্বাসের মতো ভক্তি নিয়ে

বিষাদের জঙ্গল পার হওয়ার ব্যর্থ প্রয়াসে

 

অবসাদ আসে নাকি? আসে খুব আসে

পরস্পর নিঃসঙ্গতার মহা সড়কে

যারা মুখ থুবড়ে পড়ে থাকে, তাদের সঙ্গে থাকি

প্রতিটি শব্দবিন্দুর দিকে কান পেতে রেখে

 

২৪শে আশ্বিন’ ১৪২৭

 

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন