নো-ম্যান্স ল্যাণ্ড

 

নো-ম্যান্স ল্যাণ্ড

 

আমি ঢাকায় যাই নি কোনদিন

পাসপোর্ট লাগবে কেন?

ভিসা চাইতে হবে আমায়!!!

আমারই নিজস্ব ভুখণ্ডে পৌঁছাতে

 

তোমাকে তাই আসতে বলিনি আর

কোলকাতায়। কার কাছে চাইবে ভিসা?

কোলকাতা তোমারও কি’ না!!!

অ আ ক খ আমার তোমারও

 

যে আকাশের নীচে তোমার আঁচল

আমার চোখে স্বপ্ন ফোটায়

সবুজ অবুঝ কুঁড়ির মতো

ছোট্ট একটা দেশ বাংলা

 

তোমার আমারও। আমার তোমারও

তবুও নো-ম্যান্স ল্যাণ্ড আমাদের

বুক চিড়ে। দুদিকে বেয়নেট ট্রিগার-

হ্যাপি নিশপিশ আঙুল

 

আমাদের বোবা করে রাখে

মন্দির মসজিদ ভোটের দামামা

এ মাটির ঘ্রাণে বারুদের কুচকাওয়াজ

আমাকে ঘুম পাড়ায়, তোমাকেও

 

তবুও ঐ ঢাকা আমারও

এই কোলকাতাও তোমার- ঠিক যেমন

মাটির সবুজ আর আকাশের নীল

তৃষ্ণার জল আর ছন্দের মিল

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন