নীরোর সুরে

 


নীরোর সুরে

 

আমিও কি চলছি না? চলছি

কিন্তু কোথায়? সহযাত্রী কারা

পারস্পরিক সম্পর্কের বুননে

স্বার্থ না কি আত্মীয়তার নির্ঘন্ট

 

আমিও কি ভাবছি না? ভাবছি

কিন্তু কি ভাবি? কাদের কথা

ছেলে মেয়ে বৌ কিংবা পরকীয়া

এর বাইরে ভাবনার মানুষ কোথায়

 

আমিও কি ঠকাচ্ছি না? ঠকাই

কিন্তু কাকে? ঠিক কিভাবে

খুড়োর কল বিকিয়ে চলেছি

পরম্পরায় উপরতলার নির্দেশে

 

আমিও কি পালাচ্ছি না? পালাচ্ছি

কিন্তু কেন? কিসের থেকে

নীতি সৎ উপদেশ আর আদর্শ

শ্যওলার মতো পথে বসিয়ে দেয়

 

আমিও কি টের পাই না? পাই

কিন্তু কি করে? কোন সত্য

সকলেই আমার মতো তাই সকলে

মিলেই বেহালা বাজাই নীরোর সুরে

 

ভাদ্রের ৭’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন