নোয়ার নৌকায়

 

নোয়ার নৌকায়

 

অস্থির কোলাহল থেকে দূরে অনেক দূরে

কিছুটা শব্দহীন সময় হাতে পেলে

যে সময়ের চিত্রপট এতটা ধূসর নয় হয়তো বা

অস্পষ্ট আবছা কিংবা দূরত্বজনিত

নীল আকাশের মতো অমলিন স্নিগ্ধতায় সুন্দর

 

শব্দহীন সময়ের কোলে দুদণ্ড জিরানো যেত

 

শহরের অলিতে গলিতে কাঠখড় পোড়ানো লড়াই

সকাল বিকাল বাঁচার অদম্য আগ্রহ উৎসাহ

হাতের মুঠোয় ধরা স্বপ্নের উতরোল উচ্ছাস

ভালোলাগা মুহুর্তগুলির পিঠে চড়ে

স্মৃতির পাতা ওল্টালেও ক্লান্ত লাগে কখনো সখনো

 

সে সব সময় শব্দহীন সময়ের ডাক শুনি

 

এত কথা, কথার পাহাড় শব্দের আগ্নেয়গিরি

তর্ক বিতর্ক প্রশ্ন কিংবা প্রতিশ্রুতি

সব কিছু পেরিয়ে একদিন নোয়ার নৌকায়

তখন শব্দহীন ইতিহাস আকাশের নীল

আর সমুদ্রের আলাপ শান্ত ঢেউয়ের মতো নিরিবিলি

 

শব্দহীন রাত্রিদিন নোয়ার নৌকায় তুমি আমি

 

১লা শ্রাবণ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন