নির্জন বন্দরে একা

 


নির্জন বন্দরে একা

 

ভালোবাসার নারীরা নক্ষত্রপতনের মতো

নিঃশব্দে খসে পড়লে, আজকাল

নতুন করে দুঃখের কাছে নতজানু হই না আর

না বলা কথা কয়টি দাঁড়ে বসা

পাখির মতো ঠোক্কর দিতে থাকে

নির্জন পাঁজর উদাসীন দুপুরের মতো

শুকনো মুখে পশ্চিম আকাশের দিকে

চোখ মেলে রাখে, না কোন রামধনু আশায় নয়

শরীরের মৌতাত কমে এলে

এমনই হয়, পশ্চিম দিগন্তে

শেষ বিকালের আলোর মত ম্লান

অনকটা ম্রিয়মান স্মৃতির প্রদীপ

আগলিয়ে চলার মতো অবসর জুটে গেলে

দেখা যায়, নির্জন বন্দরে

নিঃসঙ্গ জেটির মতোন পড়ে আছি

বাকি সব নোঙর তুলে চলে গেছে কবে

 

২৫শে অগ্রহায়ণ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন