সংলাপ আলাপের শেষে

 


সংলাপ আলাপের শেষে

 

সবকিছু শেষ হয়ে গেলেও

থেকে যায় অবশেষ কিছু

পিছু নেয় সেই স্মৃতিখানি

বিষাদ কিংবা যন্ত্রণার বা গ্লানির

 

না তাই নিয়ে ক্ষোভ নাই কোন

এখনো রয়েছি ছিলাম যেমনই

শুধু ব্যাথাগুলো টুপটাপ পড়ে

ঘরে নির্বাক ক্যালেণ্ডার তেমনই

 

একদিন দিয়েছিলাম কথা

রয়ে যাবো চিরকাল সাথে

হাতে রেখে হাতদুটি শুধু

ধূ ধূ আজ নির্বাক রাতে

 

সেই সব স্মৃতিময় স্মৃতি

গতিহীন স্থবির প্রতীতি

জীবনের ধূসর দেওয়ালে

বৃথা সব একবার খোয়ালে

 

৭ই জৈষ্ঠ’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন