সংলাপ আলাপে প্রলাপে

 

সংলাপ আলাপে প্রলাপে

 

সময়ের রুগ্ন হাতলে ভর দিয়ে এখনো কি দেখ তুমি?

মৌখিক আলাপের চড়া মেকআপ

সাংবিধানিক ঘোমটায় আমাদের তাথৈ নৃত্য

বুদ্ধির অলিন্দ জুড়ে শুধু চৌখশ হয়ে ওঠা

মুখোশটা ঠিক রেখে- রাখো!

 

অনেক মনীষীর ভ্রূণ ঘেঁটে এই বাংলা দেখেছে

যা দেখার ছিল। পরজীবী গোত্রের মন্ত্রে

উল্লসিত সমাজ সম্প্রদায় সকালের রোদ

সমস্ত ইচ্ছার সলতেতে আগুন দিয়ে

কাঁটাতার খেলা করুক হৃদয়ে তাহার!

 

অভিধান ঘেঁটে দেখি সকাল বিকাল

শিরদাঁড়ার ঘ্রাণ মুছে দিয়ে ফিনিশিং লাইনে ভিড়

তবু দুপাটি দাঁতের খাসা হাসি সময়ের কাস্তেতে

শান দেয় রোজ। এই পথে হেঁটে দেখো

তোমারও প্রপিতামহদের লম্বা লাইন!

 

সিঁড়িভাঙ্গা অঙ্ক জুড়ে বেয়াদপ মইয়ের দাপাদাপি

আমিও দেখেছি। মঞ্চজুড়ে কাঠপুতুলের

কালোয়াতির রাতে বেদখল হয়ে যায়

হারানো জমি। যাক তবু তো সোনার বাংলা জুড়ে

সোনার বিষবৃক্ষ ফলিয়াছে তোমার আমার!

 

কাটা ঘা জুড়ে নুনের ছিটে দেওয়ার মতোও

কেউ নেই আজ আর। তাই পোয়াবারোর সময় এখন

নেপোদের তর্জন গর্জন আর ইস্তাহার

বিলাতী ঢেকুড়ে নয়তো

হাতছাড়া হয়ে যায় সবেধন নীলমনি!

 

তাই এসময়ে লজ্জা পেতে নাই

সময়ের আঁচে বুদ্ধি সেঁকে দেখি আমিও সকলের

মতো আমাদের হয়ে বাঁচি। হে বঙ্গ ভাণ্ডারে তব

বিবিধ রতন। আমি তুমি আর সে পরস্পরের মুখে

প্রতিবিম্ব পড়ে এই বাংলার তোমার আমার!

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন