সাদা ঘোড়া

  

সাদা ঘোড়া

 

একটা ঘোড়া কেনার সাধ বহুদিনের

শাদা মখমলের মতো রোম

স্পীড মিটারে কাঁটা কাঁপবে থরথর

 

বহুদূর জুড়ে পিছিয়ে যাবে একে একে

শহর বন্দর নগর মানুষের চলাচল

ইতিহাসের পাতা ওল্টানোর মতো

 

ক্যানভাস জুড়ে সবুজের আঘ্রান শুধু

রাত নামলে জোনাকির ঝাড়বাতি

শ্রাবণের মেঘে তাথৈ বৃষ্টি ঝিঁঝির সঙ্গতে

 

আদিম রমনীর মতো সম্পূর্ণ অনাবৃত

প্রস্ফূটিত ফুলেল হাসিতে টলমল

আদি অকৃত্রিম নীলাম্বরী সেই পৃথিবী

 

মানুষের ভাষা নয় কথা নয় কাজ নয় কোন

একটা সাদা ঘোড়া ছুটে যাবে শুধু অবিরাম

মখমলের মতো রোম স্পীডমিটার কাঁপবে থরথর

 

                                               ৪ঠা শ্রাবণ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন