সব পেয়েছি সুখের দেশ

  

 

সব পেয়েছি সুখের দেশ

 

শোনা গেল রাজ পেয়াদা এসে

ধরে নিয়ে গেছে তাহারে

কলমটি ভেঙ্গে গুঁড়িয়ে হেলায়

লেখাটেখা ভারী বুটের তলায়

 

ধর্ষিত নারীর যোনির মতো

বিপর্যস্ত বিদ্ধস্ত

চাপ চাপ রক্তের মতো

অক্ষরগুলি সন্ত্রস্ত স্বভাবত

 

শোনা গেল রাজদ্রোহের গল্প

বিপ্লব ষড়যন্ত্রের নীল নকশা

নিষিদ্ধ মতাদর্শের সাথে সহবাস

অপরাধ কালি ও কলমের, সর্বনাশ

 

জমজমাট রাজসভা সহমত সকলে

সেইমত ঢ্যাড়াঁ পিটানো চৌদিকে

সব পেয়েছি সুখের দেশ

সেটাই সত্যি রাজ-আদেশ

 

শোনা গেল মোসাহেবী হাসি

দক্ষিণে বামে চাটুকার জলসায়

অপরাধী তিনি কালি ও কলমে

রাজাকে ল্যাংটো বলেন কোন শরমে

 

                                               ভাদ্র সংক্রান্তি’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন