সান্ধ্য খবর

  

সান্ধ্য খবর

 

কেমন আছেন?

ম্লান হেসে মুখের দিকে চেয়ে

ভদ্রতাবশত জানতে চেয়েছিল সে

নাগরিক সান্ধ্য পোশাকে

ব্যস্ত শরৎকাল খেয়াল করেনি কিছু

 

বিস্তীর্ণ জানলা জুড়ে আদিগন্ত দুই চোখ

যেমন হারিয়ে যেতে পারে

পারতো কোন একদিন

আজ আর সে অবসর নাই

হাতঘড়ির কাঁটা মেপে দিনান্তের

জমা খরচ অপেক্ষায় থাকে

জবাবদিহির দায় যাত্রিকের

 

ভালো, আপনি? এদিকে হঠাৎ

কাজ ছিল বুঝি কোন

তারপর অসাড় স্মৃতি ঠেলে

বিস্মৃতির পারাপারে

সামুদ্রিক নুড়ি কুড়ানোর মতো টুকটাক

 

সময়ের উল্টানো পাতায়

বিবর্ণ অক্ষর পথ ছেড়ে চলে গেছে কবে………

 

                                               ২০শে আশ্বিন’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন