সমুদ্রবন্দর

 


সমুদ্রবন্দর

 

সমুদ্র ফুরিয়ে গেলে বন্দর জেগে ওঠে

তবুও ইতিহাস জুড়ে কত বন্দর

ডুবে গেল অথৈ ঢেউয়ের অতলে

 

মানুষের বেচাকেনার হাটে

লাভ কিংবা লোকসানের বহর

ধুলোমাখা হিসাবের খাতায়

কীটেদের খাদ্য হিসেবে মন্দ নয়

 

তবু নারীর মন পেতে জাহাজ মাস্তুল জুড়ে

সারেঙ খালাসি কিংবা কবি

বন্দরে নোঙর ফেলে রাখে

 

দু একটা ভুতুরে গল্প বাদ দিলে

সমুদ্র আর বন্দরের গল্প

ধর্মগ্রন্থে যাই লেখা থাক

কীটেরাই শেষ লেখা লিখে থাকে

 

৯ই ফাল্গুন’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন