অশ্বখুরের আওয়াজ

 


অশ্বখুরের আওয়াজ

 

সকালের রোদের মতো নয়

বরং রোজকার অবসাদ ক্লান্তির ভার

নিদ্রাহীন রাতের তারার মতো

নিষ্পলক অবিরাম চেয়ে থাকা শুধু

 

চেয়ে চেয়ে দেখে যাওয়া অবিরত

অবিন্যস্ত সময়ের নাগরিক রাজপথ

তলায় চাপা পড়ে যায় হাড়গোড় সব

স্বপ্নের প্রহর অস্ফূট সংলাপ দু-একটা

 

মুখ বাঁধা ইতিহাসের ছেঁড়া পাতা

ইতস্তত বিক্ষিপ্ত স্ফূলিঙ্গ জ্বালবে কি?

শলাপরামর্শের লোকের খোঁজে

অশ্বখুরের আওয়াজ উঠুক পাঁজর জুড়ে

 

৬ই ভাদ্র’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন