আবহমান সাম্প্রতিক

 


আবহমান সাম্প্রতিক

 

নির্বাপিত অগ্নিশিখার ছায়ার মতো শায়িত শয়ানে

পলাতক ভূবন ডাঙ্গার মাঠ।

কোথাও আর কোনো

 ট্রাফিক সিগনালের হাত দেখানো নেই।

যে যার দ্বীপের মতো দূরতর হৃদয়ে জপেছে সংশয়।

অভিমানে ক্ষমাহীন কঠিন আবেগে কঠিন হয়েছে

দিগন্তের আষাঢ়, বিশুষ্ক জ্যৈষ্ঠের খরার মতো মেপে

গেছে মনের জানালা।

ভালোবেসে ভালোবাসা দিতে গিয়ে তবু

রাত্রি আর সোহাগের সূক্ষ্ম দূরত্বে

হিমশৈল নড়েনি এখনো।

নাগরিক নাগপাশে হাসফাঁস হাইওয়ে ধরে

ছুটেছি আমরা। সকলেই সকলের আগে

সবাইকে ডিঙাবে।

তোমার প্রেমের কৌটো বন্ধ ছায়ার আসরে

আমার অন্ধকার জানি কেবলই রঙ চড়াবে।

সূর্যালো জলনদী ঘিরে তবুও অমেয় প্রতীতি

আজও পায়নি আমাদের-

রাত্রি আর সোহাগের সূক্ষ্ম মোচড়ে।

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন