অস্পষ্ট ইঙ্গিত

 


অস্পষ্ট ইঙ্গিত

 

একদিন হেঁটে যাব ঠিক

তোমার রূপের করিডোর দিয়ে

সরীসৃপের টানেলের মতো মসৃণ

 

তোমার উদ্ধত অহঙ্কারের আলো

জ্বেলে রেখো রূপের বিদ্যুৎরেখায়

মঞ্চ মাতানো হর্ষধ্বনির মতো উদ্বেল

 

সর্পিল ছায়ার মতো মূক পদধ্বনির

নিশ্চিত প্রত্যয় দেখো

আমাদের অস্পষ্ট ইঙ্গিতে

 

নাগরিক ডায়াসের স্পটলাইটের বাইরে

রাত নামেনি এখনো নিয়নের সিঁড়ি বেয়ে

সেনসেক্সের ক্লান্ত সন্ধ্যার মতো

 

না সন্ধ্যাপ্রদীপের উৎসবে

তোমাকে বিব্রত করতে ডাকবো না

বুদ্ধ যিশু অবোধ লালনের মতো

 

হাজার হাজার বছর খেলা করে গেছে

করে যাবে আরও কয়েক হাজার

তারপরে যদি সম্বিত ফেরে তোমার

 

শ্রাবণের ২৪’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন