আমার কোন ঈশ্বর নাই

 


আমার কোন ঈশ্বর নাই

 

আমার কোন ঈশ্বর নাই

বাড়ি ঘর সম্পত্তির মতো, কিংবা নারী

আমার কোন ঈশ্বর নাই

যাকে নিয়ে দাঙ্গা লাগাতে পারি

 

আমার কোন ঈশ্বর নাই

যার জন্য জমি দখল করতে হবে

 

আমার কোন ঈশ্বর নাই

মন্দির মসজিদ কিংবা গীর্জা, এইসবে

 

আমার কোন ঈশ্বর নাই

সারাদিনের কাজ অকাজ, অবসরে

 

আমার কোন ঈশ্বর নাই

সুখ অসুখ শোক, হাহাকারে

 

আমার কোন ঈশ্বর নাই

মানুষের থেকে বেশি পূজনীয়

 

আমার কোন ঈশ্বর নাই

ভালোবাসার থেকে পরম প্রার্থনীয়

 

২৯শে ভাদ্র’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন