আজ শ্রাবণের পূর্ণিমাতে

 


আজ শ্রাবণের পূর্ণিমাতে

 

দুধসাদা অক্ষরের চিত্রলিপি সাজিয়ে

-তোমায় গড়ি

বৃষ্টিবিন্দুর ভিতর দহনলিপির তাপ

-অনুভব করি

যা কিছু বলবার ছিল তোমায়

-মনে মনে বলি

নিরুক্ত উচ্চারণের পথ রেখা ধরে

-চলাচল, চলি

তবুও এই অক্ষর, অক্ষর জুড়ে

-ছবি আঁকা, আঁকি

দহনলিপির তাপ, তাপের ওমে

-ভালো থাকা, থাকি

চারিদিকে অঢেল সময়, সময়ের হাতছানি

-প্রহর গোনা, গুনি

তোমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে

-বৃষ্টি পড়ে, শুনি

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন