আগামীকাল

 


আগামীকাল

 

নিশ্চিত মৃত্যুর কোলে বসে

তবুও নিশ্চিন্তি আগামীকালের

ভোর হবে, কথা হবে, দেখা হবে

প্রিয়জন ব্যাথা দিয়ে চলে গেলে

চলে যাবে। তবুও আগামীকাল

 

নিশ্চিত মৃত্যুর হাঁ মুখে দাঁড়িয়ে

দেখছি হিমবাহ গলে জল

বুভুক্ষু মানবের নাগাল এড়িয়ে

গড়িয়ে যেতে। গড়িয়ে যায়

তৃষ্ণার ফোঁটায় ফোঁটায় তবুও আগামীকাল

 

নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে

হৃৎকম্পনের রিখটার স্কেল

তখন প্রশমিত। জীবনের ঋতুচক্র

তবুও হঁশিয়ার। খেলা শেষের শেষবেলায়

কালকের ভেঁপুতে আবারো আগামীকাল

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন