অস্থিতে মজ্জায়

 

 

অস্থিতে মজ্জায়

 

নিরালা সঙ্গমকাল জুড়ে

মধ্যরাতের সহবাস

স্পন্দন মুখর দেওয়াল জুড়ে

ছায়ারা নেচে যায় তাথৈ

 

নাগরিক রাজপথ হামাগুড়ি দিলে

ঘড়ির কাঁটায় রাত্রি তৃতীয় প্রহর

তখন, ব্যস্ত ঠোঁটের ফাঁকে

রোদ উঁকি দিয়ে গেল কি?

 

আশ্চর্য্য সব জ্যামিতিক উদ্ভাসন

বুড়ি পৃথিবীরও বুক কেঁপে ওঠে বুঝি

সপ্তর্ষি কালপুরুষে খেলা জমে গেলে

শব্দ পড়ে টুপটাপ অস্থিতে মজ্জায়

 

৬ই ভাদ্র ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন