অলৌকিক নয়

 

 

অলৌকিক নয়

 

ট্রেনের লাইনের মতো পারস্পরিক

কাছাকাছি তবু ~

পরিচয়ের নিবিড় সান্নিধ্যও

সবসময় যে কাছে টেনে নেবে

ঠিক তেমটি নয় বোধহয়

 

মোহ আছে, আকর্ষণ নাই

প্রীতি আছে, পাগলামো নাই

 

পরস্পর সম্প্রীতির লগ্নে

সময়ের স্রোত পেরিয়ে যায়

দ্রুতবেগে রাত্রি আর দিন

তরুণী সকাল প্রৌঢ় সন্ধ্যায়

সাঁঝ প্রদীপ জ্বেলে ফুঁ দেয় শাঁখে

 

এরপর নিরিবিলি জোনাকির খেলা

পরস্পর সম্প্রীতির লৌকিকতায়

 

২রা শ্রাবণ’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন