অশ্রুবিহীন শুশ্রুষাহীন স্বপ্নহীন চোখে

 

 

অশ্রুবিহীন শুশ্রুষাহীন স্বপ্নহীন চোখে

 

স্বপ্নহীন চোখের কিনারায় আমার বাস

এই আমি আর আমার ভগ্নস্তুপে আমার সমাধি

না, তাই নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের

রেওয়াজ আমার নাই

 

কবেকার কথা ঠিক মনে পড়ে না

তবে বোধিবৃক্ষের আশপাশ দিয়ে

সুজাতাদের অনেক খুঁজেছি দিনভর

                        রাতভর আত্মরতি নষ্টলগ্নে

 

তারপর দুই চোখে দিগন্ত জুড়ে

যুদ্ধ  মৃত্যু মহামারীর মিছিল চলে গেছে

কোনদিন মানুষকে দেখিনি লজ্জিত হতে

                        ল্যাংটো রাজাদের গোপন বৈঠকে

 

তুমি আর এসেই বা কি করবে আজ

দুই হাত ভরে স্বপ্নের বীজ বা চারা কোন,

চোখেরবালিতে কি করে বুনবে বলো

                        অশ্রুবিহীন শুশ্রুষাহীন স্বপ্নহীন চোখে

 

২৩শে আষাঢ়’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন