আত্মকথা

 

 

আত্মকথা

 

আমি একটা উজবুক পাখি পুষি

রোজ খেলা করে আমার জানলায়

সাতের ঘরের নামতা বলতে গিয়ে

তোতলায় সত্তরের দশকের মতো

 

পাখি পড়া করে যত বার শেখাই

ভুল করে তত। ডানা ঝাপটায়

কালবৈশাখী ঝরের মতো করে                                       

দুই চোখ দিয়ে কান্না টুপটুপ

 

আমি চুপ করে চেয়ে দেখি

আমার খোলা বইয়ের পাতা

আরও ঝাপসা হতে হতে হতে

আস্থির অন্ধকারে পাখি হয়ে যায়

 

২৩শে শ্রাবণ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন