কাব্যসংকলন

 


কাব্যসংকলন

 

আঙুলের ফাঁকে ধরা কলমের মুখে চেয়ে

কি ভাবছিলেন কবি?

ভোরের প্রথম সূর্যের মুখরিত তরঙ্গ ধ্বনির

আনন্দে বিভোর হয়ে প্রতিদিনের ধ্যানে…….

না, সে কথা লেখা নাই রক্তকরবীর পাতায়

 

সেদিনের আকাশে বারুদের গন্ধে

লোভের নগ্ন আগুনের লেলিহান শিখা

ইতিহাসের পঙতিমালায় নতুন মহাকাব্যের

কুচকাওয়াজ, মানুষের বর্ণমালায়

কি দেখছিলেন রবীন্দ্রনাথ নতুন করে?

 

আজ তার শতবর্ষ পরে ঠুঁটো জগন্নাথ হয়ে

যারা বসে আছি আজও- সুসজ্জিত ড্রয়ইংরুমে

প্রেমের কবিতার বই খুলে

আমাদের রোজকার পঙতিমালায়

নারীর সোহাগ আর বিয়ারের বোতল নিয়ে

           

হিমযুগের মতো নিস্তব্ধ মধ্যরাতের ঘুম

জলপরীদের গান নিয়ে গুনগুন করে কানেকানে

নাগরিক মৌতাতে মাথার ভিতর

স্বপ্ন নয় সাধনা নয় বন্ধুমহলে আলোড়িত খ্যাতির মহিমায়

বরং আরও একটি কাব্যসংকলন সামনের বইমেলায়

 

২৪শে মাঘ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন