গল্প হলেও সত্যি

 

 

গল্প হলেও সত্যি

 

ঘোড়ার ডিমে তা দেওয়ার সময়

মুখে বরাভয় হাসি

আর বাঁ হাত নাড়তে নাড়তে তাকিয়ে দেখুন

উদ্বেলিত জনজ‌োয়ার আপনার সাথে

একটি সেল্ফি তোলার সুযোগ পেলে

চাইবে না আর কিছু

 

যতদূর বিস্তৃত জনতার লাইন

ততদূর নিশ্চিন্ত মসনদ

ততদূর সুরক্ষিত বলয় সংবিধান হাতে নিয়ে

ঠিক আপনার পাশে পাশে

আবহমান ভাঁড়েদের সভায়

হাজার হাজার ঝাড়বাতির জৌলুসে

 

না, এসব অভিজ্ঞতা আপনার আছে

হয়তো বংশ পরম্পরায়

হয়তো সময়ের আঘাটায়

যোগবিয়োগ গুণভাগের জাদুতে

হঠাৎ শিকে ছেঁড়ায়, নয়ত ঘোড়ার ডিমে

তা দেওয়ার সুযোগ কজনই বা পায়?

 

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন