কি দেখছো অমন করে

 

 

কি দেখছো অমন করে

 

কি দেখছো অমন করে এই অবেলায়

আশ্বিনের ভাদুরে ঘামে

তোমার মেয়েলি রূপরেখায়

 

পশ্চিমের ক্লান্ত আকাশ

পুবে ছায়াদের আনাগোনা

বাড়ি ফেরা বাদুড়ঝেলা বাস

 

তুমি জানলা জুড়ে

কাজলটানা দুই চোখ

বাড়ি ফেরার রাস্তা থেকে দূরে

 

কি দেখছো অমন করে

 

২৩শে ভাদ্র’ ১৪২৫

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন