গর্ভবতী দিন

 


গর্ভবতী দিন

 

আমি জানি, জানি আমি

তোমার শরীরের কোনখানে

বসন্ত বইছে হুহু করে

কোনখানে তুমি চিচিং ফাঁকের

খেলা দেখাও, হাসিমুখে

চিচিংবন্ধ করে আমাকে

তোমার করে নাও রোজ

 

যে শব্দ প্রলম্বিত চুম্বনের

স্বাদে দীর্ঘায়িত হয়

যে শব্দে আদিম নিশুতি

নিশ্চিন্তে পাশ ফিরে শোয়

সেই শব্দের সাধনায়

এই তুমি খেলা দেখাও

জানি আমি। আমি জানি

 

অস্থির প্রাত্যহিক নামগানে

ভালোবাসার নামাবলি গায়

তোমার লাবণ্যে তুমি

সামুদ্রিক ঢেউয়ের মতো

আমাকে নাচাও। আমায়।

গর্ভবতী দিনে শুক্রাণুবধ

আয়োজন। আমি জানি

 

১৮ই ভাদ্র’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন