খোঁজ

 

 

খোঁজ

আপাতত যে ডেডবডিটা দেখা যাচ্ছে

সেটা আমার পরিচয় পত্র নিয়ে শুয়ে আছে

বাড়ি ফেরার তাড়া নাই আর তার

 

এখন শান্ত, প্রায় সমদর্শী ঋষির মতো

স্থিত প্রজ্ঞ, পঞ্চভুতের রাজপথের

সবটাই পরিস্কার হয়ে উঠেছে

 

এই যে আমার লেখার টেবিল

আমি নাই আর তবু শেষ লেখার পাতা

ওড়ে হাওয়ায়। অসমাপ্ত শব্দের অক্ষরে

 

সব কথা শেষ হয়ে গেলে

যবনিকা পতন। তাই এই ভালো

যতটুকু বলা হল আর যতটুকু বাকি

 

শব্দমালার কয়েদ আর নয়

ওখানে যে আমি শুয়ে, ওকে চিনি

বাকিরা ভুলে যাবে দুদিনে

 

না তাই নিয়ে শোক নয় কোন

মৃত শব্দের ওম পেরিয়ে…… যে আমি

তাকে পেয়েছি আজ খুঁজে অবশেষে হাতের মুঠোয়

 

ভাদ্রের তৃতীয় দিনে ‘১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন