কাস্তের মতো চাঁদের স্মৃতি

 


কাস্তের মতো চাঁদের স্মৃতি

 

করতল জুড়ে অনেক কাটাকুটি খেলা

বিস্তর গোঁজামিল তবু তার কথা

 

স্তব্ধ রাতের হাতঘড়িতে টিকটিক করে

এ যেন অশরীরীর ছায়ার মতো

 

অদিগন্ত সাহারার রাতে নিঃশব্দ প্রহরায়

বিনম্র সুজাতার মতো পরমান্ন রাঁধে

 

উন্মোচিত আয়ুর রেখায় হয়তো

এবার গোটাতে হবে নিজেকে

 

নক্ষত্রদোষের কথা বলি না, তবু

স্বপ্নদোষের রং এতদিনে হয়ে গেছে ফিকে

 

৩রা আশ্বিন’ ১৪২৬

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন