গভীর রাতের আমি

 


গভীর রাতের আমি

 

গভীর রাত

অন্ধকার তখন নিজের সাথে মশগুল

জোনাকির তালে তালে

নৈঃশব্দের নাচ দেখছি

 

হাজার বছর আগে হারিয়ে গিয়েছে

-যে সময়

সে সব স্মৃতি নিয়ে নির্বাক আকাশ

আমারই মতো হতবাক

 

বিস্ময় না, বিস্ময়ের বিষয় নয়

এসব। তবু শিহরন জাগে আনাচে কানাচে

শরীরে প্রাক মুহুর্তে

নিরবধি অম্লান অনুরাগে

 

এই অন্ধকার

অন্ধকারের সময় কিংবা অসময়

হাজার বছরের স্মৃতি বিস্মৃতি

আর গভীর রাতের আমি

 

৩২শে আষাঢ় ১৪২৫

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন