কয়েক টুকরো আমি

 

কয়েক টুকরো আমি

 

টুকরো টুকরো আমিগুলি জোড়াতালি দিয়ে

খাসখবরের শিরোনামে গল্পের প্লট সাজাচ্ছি

রক্তপাতহীন বিপ্লবের সেমিনারে বক্তৃতা দিই

মুখস্ত কোটেশানে হাততালি পেয়ে আহ্লাদিত হই

 

বিকেলের পর সব পার্বতীদের বিয়ে হয়ে গেলে

মাঝরাতের আকাশে টলমল স্বপ্নদোষ ঘিরে

বাংলার ইতিহাস লেখা হতে থাকে সুনিশ্চিত প্রহরে

টুকরো টুকরো ভাঙা শব্দের প্রতিধ্বনির কোলাজ

 

একপশলা শিশিরের শব্দের মতো ন্যায়নীতি সব

নিশ্চুপ স্থবির, কড়িকাঠ গুনতে থাকে অভ্যাসে

প্রতারিত রোজকার সকাল তাকায় আমার দিকে

কয়েক টুকরো আমি অধোবদন মঞ্চের একপাশে

 

৩০শে আষাঢ়’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন