কোলাজ

 


কোলাজ

 

শেষ দিন……………………….

কিংবা ধরা যাক এই সেইদিন

       দিনের শেষ ট্রেন চলে গেলে

       আলো অন্ধকার প্ল্যাটফর্মে

               আমি একা

               এবং ছন্দপতন

 

 

বাসর………………………….

মানুষের মতো অসুখ যাদের

        আমিও তাদেরই মতো

        প্রেয়সীর আঁচল ভেবে

                রাত্রি জেগেছি রাত্রিদিন

                ওদিকে হয়তো তুমিও বা

 

 

শপথ…………………………

নেওয়ার দিন এলে দেখেছি

         আমিও তোমারই মতোন

         বিশ্বাসের দানা ছড়িয়ে

                  ডেকেছি কবুতর

                  বাকিটা ইতিহাস

 

 

আলিঙ্গন…………………

ছোঁয়াচে রোগের মতোন

       আসক্তির ভাইরাস নিয়ে

       আমিও টেনেছি তোমায়

                  বিকলাঙ্গ চুম্বনের

                  গোপনাঙ্গ ক্ষতে

 

 

প্রেম…………………………

সর্ষের মধ্যে ভুতের মতোন

        পরস্পর হৃদয়ের চৌকাঠে

        উঁকি ঝুঁকির দিন

                    ভালোবাসার অ আ ক খ

                    স্লেট পেনসিল

 

(২৩-০৭-২০১৭)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন