পরস্পর একা

 

পরস্পর একা

 

শেষ রাতের ট্রেনের মতো

একলা অন্ধকারে

মহাজাগতিক রাতের মুখোমুখি

নিজের সাথে একা

 

                        মৃত্যুর হিমশীতল ঠোঁটের মতো

                        নিরুত্তাপ হৃদয়ে

                        প্রেম ভালোবাসা বিরহ

                        রোজকার সংলাপ

 

ভিড়ের প্ল্যাটফর্ম ঠেলে

গন্তব্যের অভিমুখে

মহাপ্রস্থানের পথ নয়

স্বপ্নের অভিসার

 

                        মাঝরাতের ভেঙ্গে যাওয়া স্বপ্নে

                        পরস্পর দেখা হয়ে গেলে

                        মহাজাগতিক অন্ধকারে। মুখ

                        লুকাতে হয়, হবে

 

২৪শে জ্যৈষ্ঠ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন