বন্ধ মলাটের কাব্য

 


বন্ধ মলাটের কাব্য

 

দুই মলাটের ভিতর অক্ষর সাজিয়ে

অপেক্ষায়, আপনি বিমুগ্ধ চোখে

বাঁহাতে চোখের উপর থেকে

আলগোছে চুলের গোছা সরাতে সরাতে

ডান হাতে তুলে নিচ্ছেন

অখ্যাত কবির অগ্রন্থিত পাণ্ডুলিপির

প্রথম সংস্করণ~

এই প্রথম, আপনার বাম হাতের আঙুলে

খুলে যাচ্ছে অপ্রকাশিত কাব্যের

এক একটি পঙতি

বিনা প্রস্তুতি ছাড়াই আঙুলে আঙুলে

জড়িয়ে নিচ্ছেন ছন্দ অনুপ্রাস বিমূর্ত আবেগ

সেদিনের বইমেলায় একান্তে

 

অপ্রকাশিত পাণ্ডুলিপি জুড়ে

জমানো সমস্ত শিহরণে তখন

শান্তির ভিসুভিয়াস

আপনার দুই চোখের অপলক মুগ্ধতায়

ছড়িয়ে পড়ছে পঙতি থেকে পঙতিতে

 

বিকেল গড়ানো বইমেলাসন্ধ্যা

বড়ো বেশি মোহময়

অক্ষর জুড়ে অসম্ভবের স্বপ্নে

দুই মলাটের ভিতর তখন

অস্থির হৃদস্পন্দন

ঠিক যখন আপনার হাতে

উঠে এসেছে প্রিয় কবির

নবতম কাব্যসংকলন

বিমুগ্ধ আবেশে আপনার আঙুল

জড়িয়ে প্রিয় কবির প্রিয় মুখ

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন