পাখিজন্ম

 

পাখিজন্ম

 

আমি একটা পাখিজন্ম

                        চেয়েছিলাম

দুহাতে ডানা মেলে

আকাশের বুক চিরে

ঘন নীল

নীল ছুঁয়ে

 

আমি একটা পাখিজন্ম

                        চেয়েছিলাম

সুনীল বাতাসে ভেসে

সারাদিন তারপর সারারাত

দুচোখে শান্তি নিয়ে

            শান্তির ঘুম

 

আমি একটা পাখিজন্ম

                        চেয়েছিলাম

হিংস্র কোলাহল ছেড়ে

উন্মত্ত স্লোগান ভুলে

উদ্যত পতাকার অনেক

            অনেক উপর দিয়ে

 

আমি একটা পাখিজন্ম

                        চেয়েছিলাম

পেট্রাপোল বেনাপোল

আজান উলুধ্বনি নয়

উষ্ণ আদরে প্রেমের

            রাগিনী হৃদয় গভীরে

 

আমি একটা পাখিজন্ম

                        চেয়েছিলাম

অক্ষরেখা দ্রাঘিমায় নয়

মানচিত্র সীমান্তে নয়

এক প্রাণ ডানা মেলে

            উড়ুক সকলে

 

৬ই শ্রাবণ’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন