বকলমে

 

 

বকলমে

 

বকলমে স্মৃতি হাতড়াই

না অন্ধের মতো তো নয়

আজ যারা ঘুরাচ্ছে সময়ের চাকা

চাক ভাঙা মধুভাণ্ডের মৌতাতে দিশাহার

তাদের কথাই কি কথা নয়?

 

নির্দিষ্ট গন্তব্য কারই বা থাকে

তবু এগোনোর মকশো করে সবাই

আমিও বকলমে এগোই

না অন্ধের মতো তো নয়

পতাকার সাজানো মিছিল যেদিকে এগোয়

 

ভারী বুটের নিঃশব্দ রুটমার্চ

কলমের কালি ও কাকলি সেইমত

আঁচর কাটে সময়ের ক্যালেণ্ডারে

আমিও বকলমে স্বাক্ষর করি

মানুষের দলিলে। সময় সাক্ষ্য দেয় রোজ

 

০৬-০৫-২০১৮

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন