বারুদ পোড়া গন্ধ

 


বারুদ পোড়া গন্ধ

 

বেইমানের লাশ দেখলে 

তালপাতার সিপাইও যেমন নেচে ওঠে

অন্ধকার সুড়ঙ্গের শেষপ্রান্তে।

সাজানো পুরস্কারের মঞ্চসজ্জার পেছনে আলো পড়লে 

ঠিক যেমন হাড়হাভাতেদের  পেটের খিদে মোচড় দেয়

প্রতিশ্রুতির হাইওয়েতে। সেইমতো।

কিংবা ধরা যাক অর্দ্ধনমিত পতাকার নীচে

সাজানো নাটক দেখতে যাদের ক্লান্তি নেই।

তাদের প্রগলোভ পারস্পরিক পিঠ চাপড়ানোর মত

ছন্দের সিঁড়িভাঙ্গা অঙ্কে বিধাতা পুরুষও যখন থৈ পান না। 

সেইমত গোড়ায় গণ্ডগোলের লগ্নে

যদি পরস্পর মুখোমুখি হতে হয় তোমায় আমায়!

তোমার আস্তিন গোটানো তুরুপের তাসে

টেক্কার বাড়বাড়ন্ত থাকতে পারে,

তবু যেনে রাখা ভালো বারুদ পোড়া গন্ধে 

আজ প্রতিদিন সেঁকে সেঁকে দেখে নিচ্ছি নিজেকে,

একটু একটু করে ঠিকমতো 

একদিন------!   যদি সুযোগ হয় তবে

 

(জুলাই-০২ ২০১৫) 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন