প্রশ্ন

 

 

প্রশ্ন

 

অমীমাংসিত স্বপ্নের পর আর যা কিছু

বাকি থাকে কিংবা হারিয়ে যায়

পরাশ্রয়ী হৃদয়ের খোলনোলচে জুড়ে

দৃষ্টিপাতের সমীকরণে বিব্রত হতে হয়

 

স্বাক্ষরিত আত্মজীবনীর পাতা জুড়ে

ফুসফুস সংক্রমিত হলে বিদ্বেষে-

চৌষট্টি খোপের তরজায় আমিও

আড়াই পায়ে ভর দিই হিসাব কষে

 

জন্মদাগের ইতিহাস ঘেঁটে দেখা যাক

জরায়ুর অন্তিমে সংকল্প না সংশয়

আদিম রণনীতি ফেলে অক্ষর বিন্যাসে

আত্মসমর্পণ ঐতিহাসিক ভ্রান্তি কি নয়?

 

১৯শে কার্তিক’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন