বাংলা দাওয়াই

 


বাংলা দাওয়াই

 

ঠাস্ ঠাস্, দ্রুম দ্রাম্, শুনে লাগে ভড়কি!

বোম্ মারো- মুখে বলে? চোখে দেখি চড়কি!

বাঁজখাই গলা তার, ভয়ে কান বন্ধ!

কুলকুল নেয়ে উঠি, ঘামে ভেজে রন্ধ্র!

দুড়দাড় তেড়ে ওঠে, আমি আর নাই রে!

দেখছ না তোড় তার! যেও না কো বাইরে!

চুপ চুপ ঐ শোনো দিদি কি যে বলছে-

নীতি বুঝি ডুবে গেল, চারিদিক টলছে!

গেল গেল সব গেল, রাত কাটে কই রে?

ভেঙ্গে সব চুরমার, তবু সব সই রে।

কত আশা ভালোবাসা, বড়ো বড়ো চিন্তা!

চারিদিকে নাচে আজ, প্রলয়ের ধিন্ তা!

বড়ো বড়ো মাথা সব! মুখ দিয়ে কুলুপে,

সুখে আছে বিন্দাস্ তুঘলকি মুলুকে!

শুন শান্ ফাঁকা মাঠ, লড়াইয়ের ময়দান!

দিকহারা ডিগবাজি, কমরেড- পিঠটান?

ঠুং ঠাং ঢং ঢং, ধর্মের ঘন্টা!

দুরু দুরু নড়বে কি, ভাবে মোর মন্ টা!

ধুপ ধাপ ছুটে আসে বোম্ মার চিৎকার---

হরিদাস পাল আমি কেটে পড়ি এইবার!

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন