বাংলার মুখ

 

 

বাংলার মুখ

 

আমাকে দেখুন, বিশুদ্ধ জ্যোৎস্নায় পা ডুবিয়ে

দোল খাচ্ছি অনাদিকাল ধরে। রাত্রিদিন

হাতের একতারা বাজিয়ে সুখের ঠিকানায়।

এই আমি কিংবা আমার মতো আপনারা সব

 

পাহাড়ের চুড়া থেকে সাগরের জল ছেঁচে

এই বাংলায় মানুষের মুখের অন্নে বাংলার মুখ

খন্ড খন্ড বাংলা জুড়ে বাংলার ইতিহাস

ঠিক করে দিয়ে যায় ভিনদেশী বর্গীর দল

 

কখনো নিজেকে প্রশ্ন করে দেখি নি, দেখবো না

আমাদের ধ্যান জুড়ে ভাষাতীত আত্মঘাতী শ্লাঘা

এই আমি, আপনি কিংবা সে পরস্পর বিদ্বেষী

হাতে হাত ধরে থাকি ভিনদেশী বর্গীর সাথে

 

৩০শে আষাঢ়’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন