এই প্রেম এই ভালোবাসা

 

 

এই প্রেম এই ভালোবাসা

 

সব ক্লান্তির শেষে মৃত্যুই অপেক্ষা করে

একান্ত প্রেমিকার মতো

অনন্ত ধৈর্য্যের সহন শক্তিতে

 

এই সকাল এই সন্ধ্যার

আলো আঁধারীর মায়া ছেড়ে

স্নেহ প্রীতির বন্ধন কেটে

 

তবু তো একদিন ভোরের বার্তার মতো

টাটকা সজীব অনন্ত সময়ের হাত ধরে

মৃত্যুর জয়পতাকা ওড়ে

 

এই প্রেম এই ভালোবাসা

মৃত্যুর আয়তো দুই চোখে

তৃতীয় নয়নের আলো জ্বালে

 

জীবনের সব গ্লানি ক্ষোভ ধুয়ে নিয়ে

সমাপ্তির সানাই বাজে

মৃত্যুর মতো অনন্ত আশ্রয়ে

 

শ্রাবণের  ১৫’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন