এই শেষ

 

 

এই শেষ

 

এই শেষ-

আর হয়তো দেখা নাও হতে পারে

এই লাইনে, রাজনীতির ডামাডোলে

ভোট ফর স্লোগানে

পোস্টার ব্যালটে ইভিএম কারচুপিতে

নেতার ভাষণে

 

এই শেষ,

আর যদি দেখা নাও হয় নাই বা হলো,

অফিসের টেবিলে, রাজপথের ভিড়ে

গুঁতোগুঁতির বাড়ি ফেরা বিকালে,

ভাগাড়ের মাংস আর

চপ কাটলেট মেঠো মিছিলে

 

এই শেষ,

আর হয়তো দাঁড়াব না কখনো

মুখোমুখি হাত কচলাতে

বলবো না কথা আর চুপি চুপি

ফিসফিস টেবিলের আনাচে কানাচে

মাছিমারা কেরানীর ধাঁচে

 

এই শেষ,

আর হয়তো বা আসবো না কাছে

রাতের বালিশে পাশাপাশি

চেনা গন্ধ চেনা পরিবেশে

সারাদিন ক্লান্তির শেষে

ঘাম ভেজা আদরের আবেশে

 

এই শেষ,

আর নয়। হয়তো বা আজ কিংবা কাল

এই দেখা শেষ হবে, হোক

হারিয়ে যাবে, যাক স্বপ্ন দেখার দুই চোখ

এই দিন থেকে যাবে তবু

থাকবে না হারানোর শোক

 

বৈশাখী ৯’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন