ইচ্ছাপত্র

 

 

ইচ্ছাপত্র

 

যে ব্যালট লুঠ হলো আজ বুথে

তার ক্ষোভে টের পেলাম;

গণতন্ত্রের মুখাগ্নি চলেছে এ ভোটে,

নতুন জামানার দরবারে নাই ব্যালটের অধিকার

ছাপ্পা আর ধাপ্পার সুতীব্র শীৎকারে!

ক্ষমতার হাতিয়ার, গুলি বোমা বন্দুকের নল

উন্মত্ত, উদ্ধত

কী এক দুর্বৃত্ত প্রত্যয়!

সে ভাষায় জড়ো হয় ফেউ

কেউ ল্যাজ নাড়ে, কেউ ভিড়ে যায় ভিড়ে।

জানি যারা আজ বুঝে চলে সময়ের ভাষা

পেয়েছে নতুন বরাভয় দুঃশাসনের মুখের-

তাদের কথাই শেষ কথা

সুস্পষ্ট হুংকারে মদমত্ত চোখে।

নেমেছে অন্ধকার আজ, তবে কি ছেড়ে দিতে হবে স্থান:

বিবস্ত্র মতবাদের ভাঙা সিঁড়িতে, সমস্ত ব্যর্থতার ধ্বংসস্তূপ –পিঠে

চলে যেতে হবে কি আমাদের?

লড়ে যাবো- তবু আজও যতটুকু বেঁচে আছে মান

প্রাণপণে প্রতিবাদে ভরাবো দেওয়াল,

এ সত্যকে, এ সময়ের প্রতিপাদ্য ক’রে যাবো আমি-

নরখাদকদের দিকে ছুঁড়ে দিয়ে অনন্ত ধিক্কার।

অবশেষে কচুকাটা করে

আমার দেহের রক্তে এ মাটিকে ধুয়ে

অন্ধকার করে যাব বরবাদ

তারপর বদলাক ইতিহাস।।

 

২৫শে মে ২০১৮

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন