উত্তাপ


 

উত্তাপ

 

শাদা পাতার কালো কালিতে

নিজেকে লিখতে বসে

ইহজন্ম পরজন্ম সব একাকার

 

শিকড়বাকড়ের ঘুণে সময়ের দাগ

যদিও রাজনৈতিক নয়

তবুও ক্ষোভের বারুদ আছে

 

মনে করে দেখেছি

মহাপুরুষের বাণীর মতো

রোজকার জীবন নয়

 

গুটিকয়েক প্রশ্নের উত্তর পেতেই

দেওয়ালে পিঠ ঠেকে যায়

তারপর কুলোর বাতাস শুধু

 

শিরায় শিরায় তবু এই গ্লানি

অবসাদ আগুনের শিখার মতো

অঙ্গারের অক্ষর কয়টি গড়াতে থাকে নীচে

 

১৪ই আগস্ট’ ২০১৮

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন