উৎসব

 

 

উৎসব

 

না আর কোন ভয় নেই

যেটুকু শেকড় ছিল পিতৃপুরুষের

কিংবা ভিটের, লক্ষ্মীর পাঁচালী

মনসার ভাসান গাজনের নাচ

 

একুশ শতকের মেমরি-চিপে

সেসব কিছু নাই, নাই কোন আঁচ

পেতলের ঘড়া মাটির সড়া

পৌষপার্বণের পিঠের ছাঁচ

 

ডিজিটাল সময়ের খাপে খাপ

খাইয়ে নিতে নিয়ত দৌড়াই

ল্যাং মারি, খাইও যখন তখন

জীবনেরই চড়াই উতরাই

 

চেয়ারের জোর কিছুটা হাতযশ

সাদা টাকা কালো টাকার সিন্দুক

লাইট ক্যামেরা সাউণ্ড

আমরাও বাইট দিতে উৎসুক

 

ভাদ্রের পঞ্চম দিবস’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন