ইতিহাসের পাতা থেকে

 

 

ইতিহাসের পাতা থেকে

 

জলপাই রঙের মিথ্যেকে সাক্ষী করে

তোমার নরম বুকে

আদরের ওম মেখে বসে আছি হে

    -কবে ফুটবে বিশল্যকরণী

কাস্তে নয় হাতুরী নয়, নয় বিপিও’র মাউস আর কীবোর্ড

বোর্ড অফ ডিরেকটর্সের ডিসকোর্সে

প্রতিটি ঘামের ব্যালেন্সশীট দেখো

লজ্জা পাবে গৌতম বুদ্ধ থেকে যীশু

দাস ক্যাপিটাল থেকে গীতাঞ্জলীর অস্তিত্ব বিরহ

 

তারপর অসংখ্য স্বপ্নের ভাঙা সিঁড়ি মাড়িয়ে

ইতিহাসের পাতা উল্টাবে

পাতার পর পাতা গল্পগুলো মিলে যাবে

মানুষের মিছিলে হাত নেড়ে যাবে

ঠগ জোচ্চর আর বিশুদ্ধ বেনেরা

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন