আশ্রয়

 


আশ্রয়

 

সবাই ঘুমিয়ে আছে নিজের মানুষের পাশে

রমনীয় মধ্যরাতের বেদীতে

স্বপ্নের রঙ যেমনই হোক, আদরের রঙ আশ্রয়

ভালোবাসার পাতা উল্টাতে উল্টাতে

সাধ সাধনার আলপনায় উচ্ছসিত অনুরাগে

পরস্পর মেঘ বৃষ্টি রোদ

 

মধ্যরাতের ভরা যৌবন রাত

তারায় তারায় রাত ঝিকমিক আকাশের উৎসব

ছায়াপথের প্রান্তে দাঁড়িয়ে মহাকাল

শিশিরের মতো নিঃশব্দে অনুভব করে

পৃথিবীর আঘ্রাণ। ঘরে ঘরে মিলনের উৎসবে

আশ্রয়ের রঙে ভিজে ওঠে টুপটাপ আদরের সন্তাপ

 

তুমিও হয়তো ঘুমে, নাকি রাতজাগা পাখির

মতো অস্থির চোখে খুঁজেছো আমায়?

এই রাত বড়ো বেশি মোহময় সোনা

স্বপ্নের অক্ষরে কবিতা হয়ে উঠতে চায়

হয়তো কোনদিন মধ্যরাতের খরায়

তুমি আমি পরস্পর দেখা পাবো নিজেদের……

 

২৭শে মাঘ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন