আর একদিন!

 

 

আর একদিন!

 

আর একদিন ফিরে আসি যদি তোমার চৌকাঠে-

বয়সসন্ধির গন্ধ মাখা বুকে

সমস্ত বিষন্নতা আমার শুষে নিতে পারো যদি,

সকালের বিশুদ্ধ রোদের মতো।

 

আর একদিন নবান্নের আঘ্রাণের মতো

তোমার আদর নির্জন হেমন্তের সন্ধ্যায়

ছুঁয়ে দিয়ে যেত যদি, আমার -

অক্ষর বৃত্তান্তের এলোমেলো ডানা।

 

সমস্ত নগরীর পিলসুজ গড়িয়ে মানুষ ও মৃত্যুর

মন্থনের মতো তোমার বিদগ্ধ বৈভবে

সবুজের আস্বাদ নিতে ফিরে আসি যদি-

পরিযায়ী পাখির মতো আর একদিন!

 

ঘর গেরোস্থলীর নোনো জলে মাৎসর্য  ধুয়ে নিয়ে

তথাগতর মেঠো পথ ধরে ফিরতে পারতাম যদি!

শিশিরের মতো নিরুদ্বিগ্ন স্বাক্ষরে টুপ টুপ

তোমার বুকের উপর- আর একদিন!

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন