মিসিসিপি নীলনদ ভোলগা পেরিয়ে

 


মিসিসিপি নীলনদ ভোলগা পেরিয়ে

 

তোমার হাত মেঘলা দুপুরের

ভ্যাপসা গরমের ঘামে ভিজে সপসপ

সেই হাত বাড়িয়ে হঠাৎ দাঁড়িয়ে গেলে

রোজকার নাগরিক ভিড়ের ভিতর

 

সচকিত চোখে হাতে হাত রেখে

তোমার পাশে নিজেকে দেখব ভাবি নি

পথের ব্যস্ততা পেরিয়ে হাতঘড়ির নিভৃতে

কুলকুল ঘাম মিলেমিশে উষ্ণ প্রস্রবণ

 

আমার হাতে টুপটুপ তোমার উষ্ণতা

বিন্দু বিন্দু সঞ্চয়ে ধরে রাখার প্রয়াস

আঙুলে আঙুলে নিয়ে ঢেউয়ের পর ঢেউ

ভিজে সপসপ সারা শরীর জুড়ে

 

পায়ে পায়ে নাগরিক রাজপথ ক্রমে

ভিড় থেকে হট্টগোল সব পেরিয়ে

তোমার আমার হাতের মুঠোর ভিতর

উথাল পাতাল জোয়ারের ঢেউয়ের মতন

 

মিসিসিপি নীলনদ ভোলগা পেরিয়ে

পিরামিড হরপ্পা চীনের প্রাচীর

আমরা দুজন হাতে হাতে হাতের মুঠোয়

বিন্দু বিন্দু ঘামে ভিজছি তখন………..

 

আশ্বিনের তেরো’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন