মেটাফোর ২০১৯

 


মেটাফোর ২০১৯

 

প্রায়ান্ধকার এই ঘরে বসে আছি

দেওয়ালের দিকে মুখ করে একদম

হলুদ পাতার মতো পলকা স্বপ্নগুলো

এলোমেলো ছড়িয়ে পড়েছে  নীচে

পায়ের একেবারে নীচে চতুর্দিকে

ওদিকে তাকাচ্ছি না আমি আর কিছুতেই

 

আমি দেখে নিয়েছি উদ্ধত ক্ষমতার থাবা

প্রেতযোনির মতো অকালকুষ্মান্ড প্রসব করে

তাদের মিছিল থেকে নির্গত বিদ্বেষ বিষ

পতাকার রঙে ঢেকে ফেলে আকাশের নীল,

বিশুদ্ধ বাতাসের ঘ্রাণ অবলীলায়। তারপর

নিস্তব্ধ রাত্রি থেকে তুলে নিয়ে যায় মানুষের ঘুম

 

মার্ক্স লেলিনের দেশ থেকে উড়ে আসা

ছেঁড়া পাতা জুড়ে যারা ভেবেছিল দিন বদলাবে

সে সব আহাম্মকের মৃত্যুর পর আজ, আহা

টিভির পর্দায় রূপকথার জন্ম হয় রোজ

বাধ্য ছাত্রের মতো দেশ, মন্দির মসজিদ‌ গীর্জা

গুরুদ্বারে ঐশী বাণী খুব মনযোগ দিয়ে শোনে

 

১৩ই জ্যৈষ্ঠ’ ১৪২৬


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন