মাধ্যাকর্ষণ পেরিয়ে

 


মাধ্যাকর্ষণ পেরিয়ে

 

মাধ্যাকর্ষণ ভেদ করে হেঁটে চলেছি

অনন্তযৌবনা রূপসীর অমোঘ টানের মত

চারিদিকে শ্রাবণের ধারার মতো ঝরে পড়ছে

ভালোবাসার আদর দুরন্ত আবেগে

 

এখানে দিনরাত্রি নাই সময়ের বেড়াজাল ভেদ করে

এগিয়ে চলেছি সামনে পিছনে সবই অনন্ত

ইতিহাসের ললাট লিখন অতিক্রম করে ফেলেছি

মহাকাব্য নয়, বিধাতাও নেহাতই অপ্রাসাঙ্গিক

 

নীল জ্যোৎস্নার মতো স্বপ্নের রেলিং ধরে

শিশিরের মতো আবেগে ভালোবাসার পঙতিমালা

প্রতিটি মুহূর্তের আয়োজনে ধ্যানমগ্ন….

গৌতম বুদ্ধের মতো আত্মপ্রত্যয়ের স্থির

 

এসময়ে খুব মনে পড়ছে আপনাকে

উপক্রমণিকার আয়োজনে আয়ু ফুরায় আমাদের

সময়ের ব্যস্ত চৌকাঠে হিসাবের ধারাপাত খুলে

পরস্পর কালাতিপাত। মাধ্যাকর্ষণের ভিতর

 

১লা ফাল্গুন ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন