মারীচনৃত্যের রাতে

 


মারীচনৃত্যের রাতে

 

ভরসাহীন কবিতায় শব্দের সন্ত্রাসে

আমাদের সময় আমাদের পাণ্ডুলিপি

 

শতাব্দীর আঁতুরঘরে বিকলাঙ্গ প্রজন্ম

স্বভাবতঃই মরীচিকার চাপাশে ভিড়

 

মাঝে মাঝে চৌকাঠ জুড়ে মারীচনৃত্য

আর ইভিএম-এ মসনদের ছাড়পত্র

 

প্রায় নিখুঁত মন্ত্রবলে মস্তিষ্কের ভিতরে

ঘূণপোকার চাষ সান্ধ্যটিভির আসরে

 

প্রতিটি অক্ষরে ইতিহাস ধুয়ে মুছে দিয়ে

সময়ের কারিগর মুচকি মুচকি হাসে

 

বাকি কিছু থাকলে পড়ে, এখনো বিস্ময়

জানি না, আমি একা কিনা, তুমি কতদূরে

 

৩০শে অগ্রহায়ণ’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন